সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

কুয়েতে আজ থেকে সাধারণ ক্ষমা শুরু

মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েত

কুয়েতে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার।  আজ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েতে অবৈধভাবে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসীর জন্য ক্ষমা ঘোষণা করা হয়েছে। জরিমানা পরিশোধ ছাড়াই এই সময়ে কুয়েত ত্যাগ অথবা জরিমানা দিয়ে বৈধ হওয়ার সুযোগটি দিয়েছে কুয়েত সরকার। জানা গেছে, সাধারণ ক্ষমায় বিভিন্ন দেশের ১ লাখ ৩০ হাজার অবৈধ অভিবাসী বৈধ হওয়া ও দেশ ত্যাগের সুযোগ পাবেন।  জরিমানা পরিশোধ ছাড়াই কুয়েত ত্যাগের এ সুযোগটি সর্বশেষ দেওয়া হয়েছিল ২০১১ সালে।

 

সর্বশেষ খবর