শিরোনাম
২ ফেব্রুয়ারি, ২০১৯ ১২:০৭

বইমেলায় ইফতেখায়রুলের 'যাপিত জীবনের কড়চা'

অনলাইন ডেস্ক

বইমেলায় ইফতেখায়রুলের 'যাপিত জীবনের কড়চা'

বাংলাদেশ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদন্নোতিপ্রাপ্ত) ইফতেখায়রুল ইসলামের লেখা প্রথম বই ‘যাপিত জীবনের কড়চা’ প্রকাশিত হয়েছে। বইটি অমর একুশে গ্রন্থমেলায় শব্দশৈলী প্রকাশনীর (৪০১-৪০৪) নং স্টলে পাওয়া যাচ্ছে। 

অবশ্য পাঠক চাইলে অনলাইনে রকমারি ডটকম (www.rokomari.com/book/176754) ও বইবাজার ডটকম (www.boibazar.com/shobdoshoily) থেকেও বইটি সংগ্রহ করতে পারবেন।

ছাত্র জীবন থেকেই বিতর্ক, আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ইফতেখায়রুল ইসলাম সঙ্গীত চর্চাও করেন। বর্তমানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদন্নোতিপ্রাপ্ত) হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপিতে) কর্মরত আছেন তিনি।

পাঠককে বই মেলায় আসার আমন্ত্রণ জানিয়ে ইফতেখায়রুল ইসলাম বলেন, ‘যাপিত জীবনের কড়চা’ বইটি সমাজ জীবনের নানা বাস্তবতার আলোকে লেখা। আশা করি বইটি পাঠকদের মনে জায়গা করে নিতে সক্ষম হবে।

তিনি বলেন, মানুষের প্রথম সন্তানের প্রতি যেমন মায়া থাকে এই বইটি আমার কাছে তেমন হয়ে থাকবে। যদি বইটি পড়ে কোনো পাঠকের মনে একটু হলেও নাড়া দেয় সেটাই হবে আমার স্বার্থকতা। এই বইয়ের পাঠকের কাছ থেকে হয়তো অনেক পরামর্শও আমি পাবো। যা সামনের দিনে ভালো লেখায় মনোযোগী হতে সহায়তা করবে।

বিডি-প্রতিদিন/০২ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর