শিরোনাম
৫ ফেব্রুয়ারি, ২০১৯ ১৪:৫৪

ওমর শরীফ পল্লবের 'কর্পোরেট ক্যারিয়ার ভাবনা'

অনলাইন ডেস্ক

ওমর শরীফ পল্লবের 'কর্পোরেট ক্যারিয়ার ভাবনা'

বইমেলায় এসেছে ওমর শরীফ পল্লবের 'কর্পোরেট ক্যারিয়ার ভাবনা' বই। ক্যারিয়ারে সফলতা পেতে গতানুগতিক শিক্ষার পাশাপাশি বাস্তবিক কিছু বিষয় জেনে নেওয়া জরুরি। চাকরি খোঁজা, নতুন চাকরিতে যোগ দেওয়া বা চাকরির জন্য প্রস্তুতি নেওয়া- পরিস্থিত যাই হোক না কেন, ভালো ক্যারিয়ার যারা গড়তে চাইছেন তাদের জন্য নবদিগন্তের সূচনা করতে পারে বইটি।

লেখক ওমর শরীফ পল্লব আন্তর্জাতিক বাণিজ্যের ওপর এমবিএ করেছেন যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি থেকে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। বর্তমানে তিনি পিএইচডি করছেন এবং দৈনিক কালের কণ্ঠে কর্মরত রয়েছেন। যুক্তরাজ্যে তিনি কর্মরত ছিলেন ১৭৩ বছরের পুরনো অরিজ নামে একটি ঐতিহ্যবাহী ব্রিটিশ প্রতিষ্ঠানে।

১৯২ পৃষ্ঠার পেপারব্যাক বইটির মূল্য- ৩০০ টাকা। ছাড়কৃত মূল্যে কেনা যাবে অমর একুশে গ্রন্থমেলা ও অনলাইনে রকমারি ডট কম থেকে। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। অমর একুশে বইমেলায় বইটির প্রাপ্তিস্থান : বাংলাপ্রকাশ, প্যাভিলিয়ন- ৪ (বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে)।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর