৫ ফেব্রুয়ারি, ২০১৯ ২১:০৮

বইমেলায় শাহানাজ রানুর ‘নোনতা চোখের গল্প’

অনলাইন ডেস্ক

বইমেলায় শাহানাজ রানুর ‘নোনতা চোখের গল্প’

কবি মোছা. শাহানাজ রানুর লেখা নোনতা চোখের গল্প বইটি প্রকাশ পেয়েছে এবারের একুশের বই মেলায়। বইটি এনেছে সময় প্রকাশন। মূল্য ১২০ টাকা। বইমেলার সময় প্রকাশনের ১২নং প্যাভিলিয়নে বইটি পাওয়া যাবে। 

অন্যরকম দ্যোতনা আর ভিন্ন রকম স্বপ্নের আকাঙ্খা নিয়ে উত্তরবঙ্গের জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কাদের পাড়ার মরহম শামছুল আজম ও মাতা তাহমিনা আজম-এর মেয়ে কবি মোছা. শাহানাজ রানু মফস্বল এলাকায় বড় হয়েছেন। ফলে প্রচলিত সমাজ ব্যবস্থার নারী-পুরুষ বৈষম্য লেখিকার ভাবনার জগৎকে যেমন প্রভাবিত করেছে তেমনি লেখনির মাধ্যমে তিনি করেছেন প্রতিবাদও।

কবি শাহানাজ রানু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়ালেখা করেছেন। শিক্ষাজীবন থেকেই নাটক, বিতর্ক, লেখালেখির সাথে ছিল তার সখ্যতা। 

ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জননী লেখিকা কোলকাতাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশনে কাউন্সিলর বর্তমানে কর্মরত আছেন। তিনি বইটি উপসর্গ করেছেন তার শ্রদ্ধেয় পিতা-মাতাকে।
 
বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর