শিরোনাম
৫ ফেব্রুয়ারি, ২০১৯ ২৩:৫৬

বইমেলায় তামান্না মিমির ‘বিকৃত মস্তিস্কের সেই আমি’

ঠাকুরগাঁও প্রতিনিধি

বইমেলায় তামান্না মিমির ‘বিকৃত মস্তিস্কের সেই আমি’

নূর-ই-তামান্না (মিমি)। তিনি একজন তরুণ লেখিকা। মিডিয়া জগতে ‘তামান্না মিমি’ নামেই বেশ পরিচিত তিনি। তার শৈশব কেটেছে ঠাকুরগাঁও শহরের সুগার মিলস কোলনীতে। প্রত্যেক বছরের মত এবারও বইমেলায় তার লেখা একটি বই বের হয়েছে। বইয়ের নাম ‘বিকৃত মস্তিস্কের সেই আমি’। 

এবারের বইমেলার প্রথম দিন থেকেই ‘বিকৃত মস্তিস্কের সেই আমি’ নামে এই বইটি ৪১৩ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। বইটি প্রকাশ হয়েছে ‘পূর্বা প্রকাশনী’ থেকে। শুধু ঢাকাতে নয়, ঠাকুরগাঁওয়ের বই মেলাতেও তামান্না মিমির বইটি পাওয়া যাবে। এছাড়া রকমারি.কম (https://www.rokomari.com/book) থেকে বইমেলার বইগুলো পাওয়া যাচ্ছে।

 

এখন পর্যন্ত তামান্না মিমির লেখা ‘মৌলিক’, ‘যে পরীর ডানা নেই’সহ বেশ কয়েকটি বই প্রকাশ হয়েছে। তার মধ্যে অন্যতম ছিল ‘মুখোশমানবী’।  তামান্না মিমির আরেকটি পরিচয় রয়েছে। তিনি একজন ‘নাটক’ নির্মাতা। ইতোমধ্যে তার লেখা কয়েকটি ‘গল্প’ প্রচারও হয়েছে টেলিভিশনে। খুব অল্প সময়ের মধ্যে তিনি মিডিয়া জগত দাঁপিয়ে বেড়াচ্ছেন এই তরুণ লেখিকা।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর