১২ ফেব্রুয়ারি, ২০২০ ১২:০৪

বইমেলায় সালাহ্ উদ্দিন আহমেদ জুয়েলের গল্পগ্রন্থ জোকার

অনলাইন ডেস্ক

বইমেলায় সালাহ্ উদ্দিন আহমেদ জুয়েলের গল্পগ্রন্থ জোকার

তরুণ গল্পকার সালাহ্ উদ্দিন আহমেদ জুয়েলের তৃতীয় গল্পের বই 'সালাহ্ উদ্দিন আহমেদ জুয়েলের জোকার' প্রকাশিত হয়েছে । ধোঁয়াশে নয় বরং ঝরঝরে ভাষায় লেখা পঁচিশটি গল্পের সমন্বয়ে বইটি সাজিয়েছেন গল্পকার। 'জোকার' বইটির ভূমিকা লিখেছেন কবি-গল্পকার শাহিদ হাসান। 

যাপিত জীবনের নানা বাস্তবতার আলোকে লেখা গল্পগুলো পড়লে যে-কোন পাঠকের মন ছুঁয়ে যাবে। বইটি বেরিয়েছে চট্টগ্রামের খ্যাতনামা প্রকাশনা সংস্থা 'বলাকা প্রকাশন' থেকে। প্রচ্ছদ করেছেন মেরুন হরিয়াল। বইটি বাংলা একাডেমির বইমেলায় বলাকা প্রকাশনের ৫৫৭ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে মেলার প্রথম দিন থেকেই। চট্টগ্রামের বইমেলাতেও ১৯০-১৯১ নম্বর বলাকা স্টল থেকে 'সালাহ্ উদ্দিন আহমেদ জুয়েলের জোকার' সংগ্রহ করতে পারবেন আগ্রহী পাঠকরা। 

প্রতিশ্রুতিশীল মেধাবী লেখক-গল্পকার সালাহ্ উদ্দিন আহমেদ জুয়েলের আগে প্রকাশিত দুটো বইয়ের নাম 'নিষিদ্ধকথক' ও 'ধূনন'। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর