শিরোনাম
৪ মার্চ, ২০২০ ১৮:৪৯

অবশেষে কার্যকর হচ্ছে রাবির যৌন নিপীড়ন প্রতিরোধ সেল

রাবি প্রতিনিধি

অবশেষে কার্যকর হচ্ছে রাবির যৌন নিপীড়ন প্রতিরোধ সেল

দীর্ঘ ছয় মাস অকার্যকর থাকার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের নতুন দায়িত্ব দেয়া হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. সেলিনা নাজকে সভাপতি ও রহমতুন্নেসা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রুকসানা বেগমকে সাধারণ সম্পাদক করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের ৪৯৮তম সিন্ডিকেটে নতুন এই দায়িত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. হাবিবুর রহমান।

এর আগে ২০১৯ সালের ৮ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বরাবর পদত্যাগপত্র জমা দেন অধ্যাপক ফেরদৌস। পদত্যাগপত্র জমা দিয়ে সভাপতির কার্যক্রম থেকে সরে আসেন তিনি। তারপর থেকে বন্ধ ছিল সেলের কার্যক্রম। এনিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে প্রশাসনের।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর