বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে দায়সারাভাবে মামলা দায়ের করার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার গভীর রাতে নগরীর রূপাতলী হাউজিংয়ের বিভিন্ন মেসে ঢুকে শিক্ষার্থীদের নির্যাতনের প্রায় ৪০ ঘণ্টা পর গতকাল বৃহস্পতিবার বিকেলে এই মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার প্রফেসর ড. মু. মুহসিন উদ্দীন।
মামলায় অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধর করে জখম করার অভিযোগ করা হয়েছে। হামলার সময় একাধিক ব্যক্তিকে নির্যাতিত শিক্ষার্থীরা চিনতে পারলেও তাদের আসামি না করায় এই মামলা প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের এক সংবাদ সম্মেলনে মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ বলেন, গত মঙ্গলবার গভীর রাতে নগরীর রূপাতলী হাউজিং এলাকার মেসে ঢুকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নির্যাতন করা হয়। হামলার সময় কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। যাদের নাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেয়া হয়েছে।শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল তারা সকল আসামির বিরুদ্ধে মামলা করবে। কিন্তু মামলায় হামলাকারীদের নাম উল্লেখ করা হয়নি। এটি একটি দায়সারা মামলা। শিক্ষার্থীদের দেয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শুক্রবার বিকেল ৫ টায় শেষ। এর মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সন্ত্রাসীদের নাম ও প্রকৃত ঘটনা উল্লেখ করে মামলা না করলে শিক্ষার্থীরা ফের কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে হুশিয়ারি দেয়া হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের একাংশ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সব্রত কুমার দাস জানান, মামলায় অজ্ঞাত পরিচয়ের শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করবে। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর