১৯ ফেব্রুয়ারি, ২০২১ ২০:০৫

হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

হামলাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যেও গ্রেফতার না করায় ফের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। শুক্রবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সামনে কর্নকাঠী এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা।

পরে প্রক্টরসহ শিক্ষকদের সাথে বৈঠক শেষে আগামীকাল শনিবার সকাল সাড়ে ৮টায় ফের অবরোধের ঘোষণা দিয়ে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা।

গত মঙ্গলবার গভীর রাতে নগরীর রূপাতলী হাউজিংয়ের মেসে ঢুকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তত ২০ জন শিক্ষার্থীকে মারধর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ওইদিন রাত থেকেই টানা ৪০ ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন তারা। অবরোধকালে তারা বেশ কিছু যানবাহন ভাঙচুর এবং একটি বাস পুড়িয়ে দেন।

পরদিন বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পুলিশ প্রশাসনের সাথে শিক্ষার্থীদের ত্রিপাক্ষীয় বৈঠকে ৩ শর্তে ওইদিন বিকেল ৫টা ১০ মিনিটে অবরোধ সাময়িক স্থগিত করে শিক্ষার্থীরা।

শর্ত তিনটি হলো-শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় কর্তৃপক্ষের মামলা দায়ের, শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদান এবং পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার।

কিন্তু শুক্রবার বিকেল ৫টায় শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হয়। এই সময়ের মধ্যে কোনো নির্যাতনকারী গ্রেফতার হয়নি। হামলার সময় চিহ্নিতদের আসামি না করে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে কর্তৃপক্ষের দায়ের করা মামলাকেও দায়সারা বলে অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা।

এর পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন তারা। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার কথা বলেন শিক্ষার্থী তানজুম তমা। দাবি আদায় জোড়ালো করতে সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কে মশাল মিছিল করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সন্ধ্যা ৭টার পর শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় বসে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর