২ সেপ্টেম্বর, ২০২১ ১৯:৩৮

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে জিরো পয়েন্টে এই সংঘর্ষ শুরু হয়ে তা শাহ আমানত হলের সামনে ছড়িয়ে পড়ে। সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় আহত চারজনই ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিবাদমান দুই গ্রুপ হলো বগিভিত্তিক গ্রুপ সিএফসি ও সিক্সটি নাইন।  

ক্যাম্পাস সূত্রে জানা যায়, চবির জিরো পয়েন্ট মসজিদের পাশে সিএফসি গ্রুপের কর্মী মেহেদী হাসানকে সিক্সটি নাইন গ্রুপের তিন-চারজন মিলে মারধর করে। এ সময় মেহেদী দৌড়ে শাহ আমানত হলে অবস্থান নেন। পরে সিএফসি গ্রুপের কর্মীরা জড়ো হয়ে সিক্সটি নাইনের কর্মীদের মারধর করে। এতে তিনজন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে পাঠিয়ে দেয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

চবি ছাত্রলীগ নেতারা বলছেন, ছোট একটা বিষয় নিয়ে জুনিয়রদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে। পরে তা আমরা ঠিক করে দিয়েছি।

চবির প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, দুই গ্রুপের জুনিয়রদের মধ্যে ঝামেলা হয়েছে। কয়েকজন আহত আছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাস এখন শান্ত। আহতদের চবি মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর