জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামী ৭ অক্টোবর থেকে সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রথম সেমিস্টারের পরীক্ষার পর কমপক্ষে ২-৩ সপ্তাহ বিরতি দিয়ে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হবে। পরিস্থিতির অবনতি হলে সেমিস্টার পরীক্ষা নেওয়া হবে অনলাইনে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানদের এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড.এ.কে.এম. মনিরুজ্জামান বলেন, আগামী মাসের ৭ তারিখ থেকে সশরীরে পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিকল্প হিসেবে অনলাইনে পরীক্ষার প্রস্তুতিও থাকবে। যদি পরিস্থিতি অবনতি হয় তাহলে যেন আমরা ১০ তারিখের মধ্যেই অনলাইনে পরীক্ষা শুরু করতে পারি সেটিই চেষ্টা থাকবে। অর্থাৎ আমরা আর দেরি করতে চাই না। পরীক্ষা নিয়ে নিতে চাই। এজন্য দুইভাবেই প্রস্তুতি নেওয়া থাকবে। তবে এখন আমাদের টার্গেট হলো সশরীরে পরীক্ষা নেওয়া। পরীক্ষার রুটিন ও আনুষঙ্গিক বিষয়সমূহ বিভাগ থেকে চূড়ান্ত করা হবে।অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালকরা আলোচনাক্রমে পরীক্ষার রুটিন প্রদান করবেন এবং পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ক্যাম্পাসে শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা গ্রহণের জন্য পরিবহন সুবিধা প্রদান করা হবে।
উল্লেখ্য, ৮৫তম সিন্ডিকেট সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা গ্রহণের নীতিমালা অনুমোদিত হয়।
বিডি প্রতিদিন/আরাফাত