শিরোনাম
২ নভেম্বর, ২০২১ ১৫:২১

আজ থেকে মাভাবিপ্রবির শিক্ষা কার্যক্রম শুরু

টাঙ্গাইল প্রতিনিধি

আজ থেকে মাভাবিপ্রবির শিক্ষা কার্যক্রম শুরু

করোনা মহামারির কারণে দীর্ঘ দেড় বছর পরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের উদ্যোগে ক্যাম্পাসে আগত শিক্ষার্থীদের মাঝে ফুল, মাস্ক ও মিষ্টি বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলে দেয়ায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবরে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৪৭তম (জরুরি) সভার সুপারিশের ভিত্তিতে একই দিন অনুষ্ঠিত ২২৩তম (জরুরী) রিজেন্ট বোর্ড সভা থেকে ২৫ অক্টোবর হতে খুলে দেয়া এবং ০২ নভেম্বর হতে শিক্ষার্থীদের সশরীরে শ্রেণীকক্ষে ক্লাস ও পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর