১৭ ডিসেম্বর, ২০২১ ২০:১৫

কুয়েটে ৫ম ইআইসিটি-২০২১ আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

কুয়েটে ৫ম ইআইসিটি-২০২১ আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

কুয়েটে ৫ম ইআইসিটি-২০২১ আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পঞ্চম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইআইসিটি-২০২১ আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

তিন দিনব্যাপী এ সম্মেলনে বিশ্বের ১৫টি দেশের ২৩৮টি গবেষণা পেপার থেকে বাছাইকৃত ৯৯টি টেকনিক্যাল পেপার উপস্থাপন করা হবে। এতে গবেষক, শিক্ষক, প্রকৌশলী ও প্রযুক্তিবিদ অংশগ্রহণ করছেন। প্রতি দুই বছর পরপর কুয়েট ইইই বিভাগের আয়োজনে এ ধরনের সম্মেলনের করা হয়।

শুক্রবার সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েট ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। কী-নোট স্পিকার ছিলেন ইনস্টিটিউট অব ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ার্সের প্রেসিডেন্ট প্রফেসর ড. সাইফুর রহমান।

বক্তৃতা করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মশিউল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ইইই বিভাগের প্রফেসর ড. শেলিয়া শাহ্নাজ, প্রফেসর ড. মোঃ শাহজাহান, ড. কে এম আজহারুল হাসান এবং ড. নরোত্তম কুমার রায়।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর