৪ জানুয়ারি, ২০২২ ২০:০৬

শাটলের ধাক্কায় আহত চবি ছাত্রী

চবি প্রতিনিধি

শাটলের ধাক্কায় আহত চবি ছাত্রী

ফাইল ছবি

শাটলের ধাক্কায় অর্পিতা কর্মকার নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের ২০১৯-২০ সেশনের এক শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ক্যান্টনমেন্ট স্টেশনে চলন্ত শাটলের ধাক্কায় আহত হন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্যান্টনমেন্ট স্টেশনে চলন্ত শাটলের ধাক্কায় সেন্সলেস হয়ে পড়ে যান অর্পিতা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অর্পিতার বাড়ি মিরসরাই। তিনি প্রীতিলতা হলের আবাসিক ছাত্রী।

অর্পিতার বন্ধু কাউছার মাহমুদ বলেন, ভাগ্যের জন্য আজ তিনি বেঁচে গিয়েছেন। তার মাথায় প্রচণ্ড আঘাত লাগলেও অল্পের জন্য শাটলের নিচে পড়ে যায়নি। আমরা তাকে তাৎক্ষণিক ইমার্জেন্সি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাই। শাটলে সবার সতর্কতার সাথে থাকা উচিত।

প্রত্যক্ষদর্শী ইয়াসির আরেফিন বলেন, চবি মেডিকেলে কল দিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে এসে তাকে হলে পাঠানোর ব্যবস্থা করেছি। কোনো সমস্যা হলে চবি মেডিকেলে নিয়ে যেতে পারবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর