২৬ মার্চ, ২০২২ ১৪:৪৩

সিকৃবিতে গণহত্যা দিবসে আলোক প্রজ্বলন

অনলাইন ডেস্ক

সিকৃবিতে গণহত্যা দিবসে আলোক প্রজ্বলন

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আলোক প্রজ্বলনের মাধ্যমে ১৯৭১ সালে ২৫ মার্চ রাতে নিহত শহীদদের স্মরণ করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘের আয়োজনে শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সূর্যালোকে বর্ণমালায় আলোক প্রজ্বলন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘের সভাপতি অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুজ্জামান, সহ-সভাপতি সহযোগী অধ্যাপক ড. এম এম মাহবুব আলম, উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক তিলোত্তম ভট্টাচার্য সহ অন্যান্য সংস্কৃতি কর্মীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালের এই তারিখটিতে মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী অত্যাধুনিক অস্ত্রসশ্রে সজ্জিত হয়ে তাদের পূর্ব পরিকল্পিত ‘অপারেশন সার্চলাইট’ নামক অভিযানে ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে, চালায় ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত ও নিকৃষ্টতম গণহত্যা। এসময় ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণারও দাবি জানান তারা।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর