২৭ মার্চ, ২০২২ ১২:৪০

স্টামফোর্ডে গণহত্যা দিবস পালন, স্বাধীনতা দিবস উদযাপন

অনলাইন ডেস্ক

স্টামফোর্ডে গণহত্যা দিবস পালন, স্বাধীনতা দিবস উদযাপন

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ২৫ মার্চ কাল রাত্রি ও জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল হামিদ। প্রধান অতিথি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর মুহাম্মাদ আলী নকী, বিশেষ অতিথি উপ-উপাচার্য প্রফেসর ইউনুছ মিয়া।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং একাডেমিক অ্যাডভাইজার প্রফেসর গুলশান আরা লতিফা।

স্টামফোর্ড ইউনিভার্সিটির মহান স্বাধীনতা দিবস ২০২২ পালন করা হয়েছে। শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য প্রফেসর মুহাম্মাদ আলী নকী। এসময় আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ও পরিবেশবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, অতিরিক্ত রেজিস্ট্রার মো: ফারুক কবির উদ্দীন, সহকারি প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। সন্ধ্যায় পুরো ক্যাম্পাস আলোকসজ্জা করা হয়। 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর