৩১ মার্চ, ২০২২ ২৩:৫৪

বসন্তে নবীনদের বরণ করলো ঢাবির আইইআর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বসন্তে নবীনদের বরণ করলো ঢাবির আইইআর

বসন্তকে বরণে প্রকৃতি যেমন নিজেকে বৈচিত্র্যময় সাজে সাজিয়ে তোলে একইভাবে গান, কবিতাসহ নানা আয়োজনে ২০২০-২১ সেশনের নবীন শিক্ষার্থীদের বরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার নবীন শিক্ষার্থীদের বরণে এসব আয়োজন করে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)।

সকাল ১১টায় আইইআর এর সহ-শিক্ষাক্রমিক কার্যক্রমের আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর বেলা সাড়ে ১২টায় ক্যারিয়ার বিষয়ক আড্ডার আয়োজন করা হয়। পরে দুপুর ২টা থেকে শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। বিকাল ৪টায় সমাজের বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত এই ইনস্টিটিউটের শিক্ষা (সম্মান) কোর্সের বিভিন্ন ব্যাচের ৯জন সাবেক শিক্ষার্থীকে সম্মাননা দেয়া হয়। 

সম্মাননা প্রাপ্তরা হলেন প্রথম এমপি- সৈয়দা রুবিনা মিরা (১ম ব্যাচ), প্রথম অধ্যাপক- ড. তারিক আহসান (১ম ব্যাচ), প্রথম বিসিএস ক্যাডার- জনাব অনুপ তালুকদার (১ম ব্যাচ), প্রথম আইইআর বিওজি সদস্য- মো. আলমগীর হোসেন (সম্রাট) (১ম ব্যাচ), প্রথম আইইআর সিলেকশন বোর্ড সদস্য- ড. মুহাম্মদ মাহবুবুর রহমান (২য় ব্যাচ), প্রথম এভারেস্ট বিজয়ী- মুসা ইব্রাহীম (৪র্থ ব্যাচ), প্রথম পুলিশ কর্মকর্তা- মো. জাহাঙ্গীর (৪র্থ ব্যাচ), প্রথম ঢাকা রিপোর্টার্স ইউনিটি সভাপতি- মোরসালিন নোমানী (৪র্থ ব্যাচ), প্রথম ডাকসু সম্পাদক- আসিফ তালুকদার (১৭তম ব্যাচ), প্রথম রক স্টার- শুভ (৯ম ব্যাচ)।

এই পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হালিম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চার উৎকৃষ্টতম স্থান। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন যথাযথভাবে মেনে শিক্ষা, সংস্কৃতি ও শিল্প চর্চার মাধ্যমে আন্তর্জাতিক মানের দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর