২৬ এপ্রিল, ২০২২ ১১:০৫

কৃষ্ণচূড়া ফুলে রঙিন ইবি ক্যাম্পাস

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

কৃষ্ণচূড়া ফুলে রঙিন ইবি ক্যাম্পাস

বসন্ত শেষে প্রকৃতিতে বইছে গ্রীষ্মের গরম হাওয়া। এ গ্রীষ্মে প্রকৃতিকে রাঙিয়েছে পলাশ, শিমুল আর মাদার। তপ্ত গ্রীষ্মে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে ডানা মেলেছে রক্তলাল কৃষ্ণচূড়া। এ যেন কৃষ্ণচূড়ার ক্যাম্পাস। প্রতিবছর গ্রীষ্মের শুরুতেই পুরো ক্যাম্পাসে মুগ্ধদা ছড়ায় কৃষ্ণচূড়া ফুল। যেন সূর্যের সবটুকু আলো গ্রহণ করে সহমহিমায় উজ্জ্বল হয়ে নিজেকে মেলে ধরে।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে, বঙ্গবন্ধু হলের সামনে, থানা গেটের সামনে, খালেদা জিয়া হলের ভিতরেসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় কৃষ্ণচূড়া গাছের রাঙা ফুল প্রকৃতির সব রঙকে ম্লান করে দিয়েছে। সকালে গাছের নিচে কৃষ্ণচূড়ার ঝরে পড়া রক্ত লাল পাপড়ি যেন পুষ্প শয্যা। এসব কৃষ্ণচূড়া গাছের নিচে শিক্ষার্থীরা আড্ডা আর খুনসুটিতে মেতে ওঠে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুনুর রশিদ বলেন, ফুল শুভ্রতার প্রতীক। সৌন্দর্য বৃদ্ধিতে এর বিকল্প নেই। এ ফুল ক্যাম্পাসের সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আবার প্রেমিক তার প্রেয়সীর খোপায় কৃষ্ণচূড়া ফুল গুজে দিতেও দেখা যায়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সৌন্দার্য বাড়ানো প্রধান ফটকের কৃষ্ণচূড়া গাছটি আর নেই। গাছটি মারা যাওয়ায় কাটা হয়েছে। এতে শিক্ষার্থীদের মন খারাপ ছিল। তবে একই স্থানে আরও একটি কৃষ্ণচূড়া গাছ লাগিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যাতে গাছটি পরিপক্ক হলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সৌন্দর্য আগের রুপে ফিরতে পারে। আবারও লাল গালিচার রঙে রাঙাবে এবং গ্রীষ্মের দুপুরে গাছটির ছায়ায় বিশ্রাম নিতে পারবে শিক্ষার্থী ও দর্শনার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন বলেন, ফুল সৌন্দর্যের প্রতীক। প্রতিবারের মতো এবারও আমাদের ক্যাম্পাস কৃষ্ণচূড়া ফুলে ছেয়ে গেছে। কৃষ্ণচূড়া বরাবরই আমাদের ক্যাম্পাস এর ইতিহাস ঐতিহ্য বহন করে। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় কৃষ্ণচূড়া থাকলেও প্রধান ফটকের কৃষ্ণচূড়া গাছটিকে আমরা হারিয়েছি।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর