শিরোনাম
৬ জুলাই, ২০২২ ১৯:৩৪

ববি ক্যাম্পাসকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করতে মেয়রকে উপাচার্যের চিঠি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ববি ক্যাম্পাসকে সিটি করপোরেশনের 
অন্তর্ভুক্ত করতে মেয়রকে উপাচার্যের চিঠি

বরিশাল সদর উপজেলার কর্নকাঠীতে স্থাপিত বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এলাকাকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার জন্য মেয়রের কাছে চিঠি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। নগরীর কালীবাড়ি রোডে সিটি মেয়রের বাসভবনে অনুষ্ঠিত এক সভা শেষে উপাচার্য মেয়র সাদিক আবদুল্লাহর কাছে এই চিঠি তুলে দেন।

সোমবার এ সংক্রান্ত একটি ছবি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন সিটি মেয়র। চিঠি গ্রহণ করে মেয়র এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন উপাচার্য।

২০১১ সালের ২২ ফেব্রুয়ারি কর্নকাঠী এলাকায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্নকাঠী সদর উপজেলার আওতাভুক্ত এবং কীর্তনখোলা নদীর পূর্ব পাড় এলাকায় তেমন নাগরিক সুবিধা নেই। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়টির তৃতীয় ও বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বিশ্ববিদ্যালয় এলাকা সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়ে মেয়রকে চিঠি দিলেন। 

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর