২৫ জুলাই, ২০২২ ১৩:৪৪

ব্র্যাক ইউনিভার্সিটি ও তুরস্কের আলটিনবাস ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা

অনলাইন ডেস্ক

ব্র্যাক ইউনিভার্সিটি ও তুরস্কের আলটিনবাস ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা

ব্র্যাক ইউনিভার্সিটি তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত আলটিনবাস ইউনিভার্সিটির সঙ্গে শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনী কার্যক্রমের অভিজ্ঞতা ভাগাভাগির জন্য শিক্ষক-শিক্ষার্থী বিনিময় সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সম্প্রতি আলটিনবাস ইউনিভার্সিটি সফরকালে বিশ্ববিদ্যালটির প্রেসিডেন্ট কাগ্রি এরহানের সঙ্গে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ভিনসেন্ট চ্যাং। তুরস্কের এই স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের এই পর্যায়ের সমঝোতা এই প্রথম। 

এই সমঝোতা স্মারক অনুযায়ী, ব্র্যাক ইউনিভার্সিটি ও আলটিনবাস ইউনিভার্সিটি প্রতি বছর নিজেদের মধ্যে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী বিনিময় করবে। এই বিনিময় প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ পূর্ণকালীণ শিক্ষার্থী হিসেবেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে অংশ নেবেন এবং সেখানকার যাবতীয় সুবিধাদি লাভ করবেন। পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে শিক্ষামূলক কার্যক্রম সম্পন্ন করতে শিক্ষক এবং গবেষকও বিনিময় করবে এই দুটি শিক্ষাপ্রতিষ্ঠান। সেই সাথে এই চুক্তির ফলে পেশাগত উন্নয়নেও পরস্পরকে সহযোগিতা করবে ব্র্যাক ইউনিভার্সিটি ও আলটিনবাস ইউনিভার্সিটি। 

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর