১৬ অক্টোবর, ২০২২ ১৭:৩৫

রাবিতে প্রকাশিত ফল পুনর্মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

রাবি প্রতিনিধি

রাবিতে প্রকাশিত ফল পুনর্মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

রাবিতে প্রকাশিত ফল পুনর্মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

প্রকাশিত ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষার্থীরা। রবিরার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচি করেন তারা।

শিক্ষার্থীরা জানান, গত ২৫ আগস্ট উর্দু বিভাগে ১৯-২০ সেশনের শিক্ষার্থীদের দ্বিতীয় সেমিস্টারের ফল প্রকাশ করা হয়।  কিন্তু প্রকাশিত ফলাফল কাঙ্ক্ষিতমানের না হওয়ায় তা পুনর্মূল্যায়নের দাবি জানানো হয়। পরে এ সমস্যা সমাধানের জন্য একাধিকবার বিভাগের সভাপতি ও  ছাত্র উপদেষ্টা সময় নেন।

কিন্তু প্রায় দুই মাস হয়ে গেলেও এটা সমাধানের কোনো কার্যকরী উদ্যোগ দেখা যায়নি। বরং বিভিন্ন অজুহাতে দেখিয়ে কালক্ষেপণ করেছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে সেই ফলাফল পুনর্মূল্যায়ন না করেই নতুন সেমিস্টারে পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বিভাগ। তাই সংশ্লিষ্টদের এই তালবাহানার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এই কর্মসূচি।

এ ব্যাপারে উর্দু বিভাগের সভাপতি অধ্যাপক আতাউর রহমান বলেন, শিক্ষার্থীদের এই সমস্যা নিয়ে ছাত্র উপদেষ্টা দপ্তরে বসেছি। আশা করি আজকে এই সমস্যার সমাধান হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর