২ নভেম্বর, ২০২২ ১৭:২০

রাকসু আন্দোলন মঞ্চের গণস্বাক্ষর কর্মসূচি শুরু

রাবি প্রতিনিধি

রাকসু আন্দোলন মঞ্চের গণস্বাক্ষর কর্মসূচি শুরু

রাকসু আন্দোলন মঞ্চের গণস্বাক্ষর কর্মসূচি শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পূর্ণাঙ্গ সিনেট কার্যকরসহ ১৪ দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে রাকসু আন্দোলন মঞ্চ। বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এতে একাত্মতা পোষণ করে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী স্বাক্ষর করেছেন।

এ ব্যাপারে রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর বলেন, রাকসু নির্বাচন দিয়ে পূর্ণাঙ্গ সিনেট কার্যকরসহ ১৪ দফা দাবিতে মাসব্যাপী কর্মসূচি করছি। সেটার অংশ হিসেবে আজকে এই গণস্বাক্ষর কর্মসূচি। এভাবে আমরা রাকসুর গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা শিক্ষার্থীদের সামনে তুলে ধরে সেমিনার করব এবং মাসের শেষে বিক্ষোভ ও ছাত্র সমাবেশ করব। কেননা রাকসু নির্বাচন একটি যৌক্তিক দাবি। তাই প্রশাসন অবিলম্বে এই ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের আমানুল্লাহ খান, নাইমুল ইসলাম ও নাগরিক ঐক্যের সভাপতি মেহেদি মুন্না প্রমুখ।

এর আগে, গত ২৭ অক্টোবর রাকসু নির্বাচন নিয়ে পূর্ণাঙ্গ সিনেট কার্যকর করার দাবিতে সংবাদ সম্মেলন করেন রাকসু আন্দোলন মঞ্চের নেতারা। এসময় ১৪-দফা দাবিতে মাসব্যাপী কর্মসূচির ডাক দেন তারা।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর