১৮ নভেম্বর, ২০২২ ১৬:৪৪

মীরসরাইয়ে আইডল অন্বেষণে ১০৮ শিক্ষার্থীর লড়াই

মীরসরাই প্রতিনিধি

মীরসরাইয়ে আইডল অন্বেষণে ১০৮ শিক্ষার্থীর লড়াই

মীরসরাইয়ে আইডল অন্বেষণে ১০৮ শিক্ষার্থীর লড়াই

মীরসরাই উপজেলার মাধ্যমিক ও দাখিলের বর্ষসেরা শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত আইডল অন্বেষণ প্রতিযোগিতা ‘অদম্য সেরাদের সেরা’ ৪র্থ আসরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের পাঁচটি কক্ষে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মীরসরাইয়ের অন্যতম সামাজিক ও যুব সংগঠন অদম্য যুব সংঘের আয়োজিত ব্যতিক্রমী এই প্রতিযোগিতার এবারের আসরে ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০৮ জন বর্ষসেরা শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

অদম্য যুব সংঘের সভাপতি কামরুল হাসান জনি জানান, অদম্য সেরাদের সেরা প্রতিযোগিতায় দুটো আলাদা ভাগে প্রতিযোগীরা লড়াই করেন। প্রতিবার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকলেও এবার দাখিলের বর্ষসেরা শিক্ষার্থীরাও এতে লড়াইয়ের সুযোগ পেয়েছেন। প্রথমে লিখিত পরীক্ষা ও পরে মৌখিক পরীক্ষায় মুখোমুখি হতে হয় শিক্ষার্থীদের। লিখিত পরীক্ষায় উর্ত্তীণ সেরা ২০ জন প্রতিযোগীকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

সংগঠনের পরিচালক এনামুল হক বলেন, উপজেলার মাধ্যমিক পর্যায়ের আইডল শিক্ষার্থীর খোঁজে ৪র্থ বারের মতো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় ক্রমান্বয়ে ব্যাপক সাড়া মিলছে। করোনাকালে অদম্য সেরাদের সেরা প্রতিযোগিতা স্থগিত রাখা হলেও এবার ৪র্থ আসর দিয়ে পুনরায় প্রতিযোগিতা চালু করা হয়েছে। অভিভাবকদের অনুপ্রেরণা ও শিক্ষার্থীদের আন্তরিক অংশগ্রহণে লিখিত পরীক্ষার সফল সমাপ্তি হয়েছে।

এর আগে সকাল ১০টায় অদম্য যুব সংঘের সিনিয়র সহ-সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজেদ, সহ-সভাপতি মঞ্জুর আলম ভূঁইয়া ও অর্থ সম্পাদক খালেদ হোসেন জাহিনের সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষার হল পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য রওশন আরা রত্না, মীরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাজাম্মল হোসেন, সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, এম মাঈন উদ্দিন, এম আনোয়ার হোসেন, হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ শাহজাহান, শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন প্রমুখ। এসময় বিভিন্ন সামাজিক ও যুব সংঘের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, আগামী ৯ ডিসেম্বর বামনসুন্দর ফকির আহম্মদ উচ্চ বিদ্যালয়ে সেরা ২০ জন প্রতিযোগী নিয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুটো পরীক্ষার নম্বর অনুযায়ী একজন নির্বাচিত হবেন মীরসরাইয়ে মাধ্যমিক পর্যায়ের ‘আইডল’ শিক্ষার্থী।
 
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর