শিরোনাম
৫ ডিসেম্বর, ২০২২ ১৬:১৭

জবি সাংবাদিক সমিতির আহ্বায়ক সোহাগ, সচিব ইমরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জবি সাংবাদিক সমিতির আহ্বায়ক সোহাগ, সচিব ইমরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে দৈনিক সময়ের আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. সোহাগ রাসিফকে আহ্বায়ক ও দৈনিক সমকালের প্রতিনিধি ইমরান হুসাইনকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে।  

এছাড়াও, কমিটির অন্য দুই সদস্য হলেন দৈনিক মানবকন্ঠের ক্যাম্পাস প্রতিনিধি মিনহাজুল ইসলাম ও দৈনিক স্বদেশে প্রতিদিনের ইয়াসিন আরাফাত সবুজ।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০২০-২১ কমিটির মেয়াদ গত ১ সেপ্টেম্বর শেষ হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির গঠনতন্ত্রের ধারা-৯ মোতাবেক সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২০-২১ এর কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এ চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর