১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ২২:০৮

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের বসন্ত উৎসব

সিরাজগঞ্জ প্রতিনিধি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের বসন্ত উৎসব

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের বসন্ত বরণ উৎসব

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ প্রথমবারের মতো ফাল্গুন আবাহন নামক বসন্তবরণ উৎসবের আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের রবীন্দ্র প্রাঙ্গনে অনুষ্ঠিত উৎসবের উদ্বোধক ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহ আজম।

ভোরের সূর্যোদয়ের সাথে সাথে রবীন্দ্র প্রাঙ্গনের খোলা মাঠে বাংলা বিভাগের শিক্ষার্থীরা গানের মাধ্যমে ঋতুরাজ বসন্তকে স্বাগত জানায়। এরপর প্রফেসর ড. মো. শাহ আজম ফাল্গুন আবাহন উৎসবের উদ্বোধন করেন। সারা দিনব্যাপী আয়োজনের অংশজুড়ে ছিল বাংলার ঐতিহ্যবাহী গান, নৃত্য, ক্রীড়া। শিক্ষার্থীরা বাসন্তী পোশাকে রংয়ের খেলায় মত্ত হয়ে বসন্তের শুরুর দিনটিকে রাঙিয়ে তোলে।

উদ্বোধনী বক্তৃতায় প্রফেসর ড. মো. শাহ আজম বলেন, বিশ্বকবির নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম ফাল্গুন আবাহন উৎসবের আয়োজন তাকে আলোড়িত করেছে। বিশ্ববিদ্যালয় এখন থেকে প্রতিবছর ফাল্গুন আবাহন উদযাপন করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মো. ফখরুল ইসলাম। তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহ আজম ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর