১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ২০:৪০

পবিপ্রবিতে আন্তর্জাতিক ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার কনফারেন্স

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পবিপ্রবিতে আন্তর্জাতিক ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার কনফারেন্স

পবিপ্রবিতে আন্তর্জাতিক ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার কনফারেন্স অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার ফর রেজিলেন্ট কোস্টাল বাংলাদেশ প্রকল্পের আয়োজনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

বুধবার পবিপ্রবি‘র উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামান্তের সভাপতিত্বে আয়োজিত কনফারেন্সে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের ডেপুটি অ্যাম্বাসেডর মি. থুইস ওরসা, প্রকল্পের বাংলাদেশ অংশের পরিচালক প্রফেসর ড. মো. আলমগীর কবির, প্রকল্প সমন্বয়কারী প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন, নেদারল্যান্ড অংশের প্রকল্প পরিচালক প্রফেসর ড. ফুলকো লুডউইগ, প্রকল্প সমন্বয়কারী মিস ক্যাথরিন বিশেষ অতিথি ছিলেন।

দুই দিনব্যাপী কনফারেন্সে মূল প্রবন্ধ বক্তা ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ড. ওয়ায়েস কবির, নেদারল্যান্ডসের ওয়াগেনিংগেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফুলকো লুডউইগ, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সালমা বেগম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম.জি মোস্তফা আমিন।

কনফারেন্সের শুরুতে বাংলাদেশ অংশের প্রকল্প পরিচালক প্রফেসর ড. মো. আলমগীর কবির স্বাগত বক্তব্যে সকলকে অভ্যর্থনা জানান ও প্রকল্পের চলমান কার্যবলী তুলে ধরেন। নেদারল্যান্ডস অংশের প্রকল্প পরিচালক প্রফেসর ড. ফুলকো লুডউইগ প্রকল্পের বিস্তারিত বর্ণনা করেন। কনফারেন্সে দেশি-বিদেশি শতাধিক গবেষক অংশগ্রহণ করেন। দু’দিনব্যাপী কনফারেন্সে গবেষকরা তাদের গবেষণার অভিজ্ঞতা শেয়ার করেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর