২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০১:১০

ডিপিএস এসটিএস স্কুল ঢাকায় ‘বৈচিত্র্যে বাংলা ১৪২৯’

অনলাইন ডেস্ক

ডিপিএস এসটিএস স্কুল ঢাকায় ‘বৈচিত্র্যে বাংলা ১৪২৯’

ডিপিএস এসটিএস স্কুল ঢাকা’র জুনিয়র শাখার আয়োজনে গত শনিবার ফেব্রুয়ারি দিনব্যাপী ‘বৈচিত্র্যে বাংলা ১৪২৯’ উদযাপন করা হয়।

বাংলা ভাষা, ঐতিহ্য ও সংস্কৃতির মর্মার্থ শিক্ষার্থীরা যাতে অনুধাবন করতে পারে এজন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।   

শিক্ষার্থীদের জন্য একুশে আর্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেন তারা ‘মাতৃভাষা দিবস’-এর চিত্রকল্প সুনিপুণভাবে ফুটিয়ে তুলতে পারে। 

একইসাথে, স্কুলের বিভিন্ন তলার আলাদা আলাদা স্থানে বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করা, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বাংলায় উপস্থাপনা, সুস্বাদু ‘বাংলা শীতের পিঠা’ উৎসব এবং বাংলাদেশের শিল্পকর্ম, ঐতিহ্যবাহী পোশাক গয়না ও হস্তশিল্পের প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীরা আমাদের জাতীয় খেলা কাবাডি (স্থানীয়ভাবে হাডুডু নামে পরিচিত) খেলায় অংশগ্রহণ করে। 


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর