১০ মার্চ, ২০২৩ ১৫:৪৪

রাবিতে নৃবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলনী শুরু

রাবি প্রতিনিধি

রাবিতে নৃবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলনী শুরু

বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) নৃবিজ্ঞান বিভাগের দুই দিনব্যাপী পুনর্মিলনী শুরু হয়েছে। শুক্রবার সকালে এই পুনর্মিলনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক কামাল পাশা প্রমুখ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৃবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিভাগের সহযোগী অধ্যাপক তাহমীনা নাজনীন। তিনি বলেন, পুনর্মিলনীর প্রাণ হলো প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। তাদের আগমনে অনুষ্ঠান প্রাণবন্ত হয়। প্রাক্তন-বর্তমানের এই অমর বন্ধনে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতায় এই বিভাগ আরও দূরে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন তিনি।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর