ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগে প্রথমবারের মতো পুনর্মিলনী হতে যাচ্ছে আগামীকাল শনিবার। এ উপলক্ষে আজ ক্যাম্পাসের আম বাগানে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। স্টলে গ্রাম বাংলার ঐতিহ্য হরেক রকমের পিঠা বিক্রি করা হয়। বিভাগের প্রাক্তণ শিক্ষার্থীদের মিলনমেলায় ক্যাম্পাসে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। যেন গান, আড্ডা আর খুনসুটির সোনালী অতীত ফিরে পেয়েছেন তারা।
শুক্রবার বেলা ৪ টা থেকে পিঠা উৎসবে এমনই দৃশ্য দেখা যায়। পিঠা উৎসব চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত। সন্ধ্যার পর বাংলা মঞ্চে বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
হরেক রকমের পিঠার মধ্যে ছিল পাকনা পিঠা, সামুছা, জর্দা, শাহী টুকরা, নারকেল পিঠা, বিস্কিট পিঠা এবং পায়েস।জানা যায়, প্রথবারের মতো অ্যালামনাইদের নিয়ে এমন জমকালো আয়োজনে বিভাগটির সাবেক ও বর্তমানদের ৮০০ থেকে ১ হাজার শিক্ষার্থী অংশ নেবেন। আগামীকাল শনিবার রাত আটটা পর্যন্ত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে দিনব্যাপী আলোচনা সভা, শিক্ষার্থীদের স্মৃতিচারণ, নাটিকা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন করা হয়েছে। একইসাথে ওই দিনে বিভাগটির অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হবে।
বিভাগের সভাপতি প্রফেসর ড. গাজী মাহবুব মুর্শিদ বলেন, ‘পুনর্মিলনীর মাধ্যমে বর্তমানদের সাথে প্রাক্তনদের যোগসূত্র গড়ে উঠবে। ৩৩ বছর পরে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন হচ্ছে। আমরা আশা করি এটি গঠনের মাধ্যমে পরবর্তীতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’
বিডি প্রতিদিন/হিমেল