৩ এপ্রিল, ২০২৩ ১৬:৫৫

হাবিপ্রবিতে লাইব্রেরি অটোমেশন ও ডিজিটাইজেশন প্রক্রিয়ার উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি

হাবিপ্রবিতে লাইব্রেরি অটোমেশন ও
 ডিজিটাইজেশন প্রক্রিয়ার উদ্বোধন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) লাইব্রেরি অটোমেশন ও ডিজিটাইজেশন প্রক্রিয়ার উদ্বোধন করা হয়েছে। 

সোমবার দুপুর ১২টায় এই কার্যক্রম উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।

অটোমেশন ও ডিজিটাইজেশনের ফলে লাইব্রেরিতে কি কি বই আছে, সেটা ঘরে বসেই স্মার্ট ফোনের মাধ্যমে শিক্ষার্থীরা চেক করতে পারবেন। ইতোমধ্যে তথ্য প্রদান সাপেক্ষে ৮০০ জনের ডিজিটাল লাইব্রেরি কার্ড তৈরি হয়েছে।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। এর সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে হাবিপ্রবি। এরই অংশ হিসেবে লাইব্রেরি অটোমেশন করা হলো। এর ফলে শিক্ষার্থীদের ভোগান্তি অনেক কমে যাবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর