২ মে, ২০২৩ ১৪:২০

পদোন্নতির দাবিতে রুয়েটে অর্ধশত শিক্ষকদের অবস্থান

রাবি প্রতিনিধি

পদোন্নতির দাবিতে রুয়েটে অর্ধশত শিক্ষকদের অবস্থান

প্রমোশনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) অর্ধশত শিক্ষক। মঙ্গলবার বেলা ১১টা ভারপ্রাপ্ত উপাচার্যের অফিস কক্ষে এই কর্মসূচি পালন করেন তারা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ফারজানা আকতার, জিসিই বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, ইইই বিভাগের সহকারী অধ্যাপক আবু সাদাত মো. সায়েম, এমই বিভাগের প্রভাষক বখতিয়ার খলজি সহ বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষক উপস্থিত ছিলেন।

এই শিক্ষকদের অভিযোগ, প্রায় ৮ মাস ধরে এই বিশ্ববিদ্যালয়ে নিয়মিত কোন উপাচার্য নেই। ফলে বিভিন্ন কার্যক্রমে জটিলতা সৃষ্টি হচ্ছে। অনেক শিক্ষক তাদের পদন্নোতি পাচ্ছে না। গত বছরের ৬ ফেব্রুয়ারি সর্বশেষ এখানে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল। তারপর কোনো শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়নি। এই বিশ্ববিদ্যালয়ে নিয়ম হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশের পর ভাইভা সিন্ডিকেটের মাধ্যমে শিক্ষকদের পদোন্নতির হয়। বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি এবং বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের বহুবার জানিয়েও কোন সমাধান পাইনি। অথচ বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষকের পদোন্নতি আটকে আছে। তাই অবিলম্বে এই সমস্যার সমাধান করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত উপাচার্য নিয়োগের দাবি জানান তারা। 

এই ব্যাপারে রুয়েটের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সাজ্জাদ হোসেন জানান, এই মুহূর্তে আমার কিছুই করার নেই। আরও কিছুদিন ধৈর্য্য ধরতে হবে। আর কিছু বলতে পারব না।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর