১৫ মে, ২০২৩ ১৮:৫৮

দুইদিনে ৪ শিফটে অনুষ্ঠিত হবে চবির 'এ' ইউনিটের পরীক্ষা

চবি প্রতিনিধি

দুইদিনে ৪ শিফটে অনুষ্ঠিত হবে চবির 'এ' ইউনিটের পরীক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক ১ম বর্ষ ২০২২-২৩ শিক্ষাবর্ষের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা ২ শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের ভর্তিচ্ছুরা ৯টা ৪৫ মিনিটে এবং দ্বিতীয় শিফট বেলা ২টা পনেরো মিনিটে কেন্দ্রে প্রবেশ করবে। এবার ক্যাম্পাসের বাহিরে পরীক্ষার কোনো কেন্দ্র নেই।

চবিতে 'এ' ইউনিটে রয়েছে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ। এই বিভাগে মোট পরীক্ষার্থী সংখ্যা ৭৪ হাজার ৬ শত ৫৯ জন। দুই দিনে মোট চারটি শিফটে 'এ' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার ও বুধবার (১৬ ও ১৭ মে) 'এ' ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হবে চবির এবারের ভর্তি পরীক্ষা। প্রতি শিফটে পরীক্ষার্থী ১৮ হাজার ৬শত ৬৪ জন।

১ম শিফটের পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করবে সকাল ০৯টা ৪৫ মিনিটে। OMR ফরম বিতরণ করা হবে সকাল ১০টা ১৫ মিনিটে। প্রশ্নপত্র বিতরণ করা হবে সকাল ১১টায়। পরীক্ষা সমাপ্ত হবে দুপুর ১২ টায়।

২য় শিফটের পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করবে বেলা ২টা ১৫মিনিটে। OMR ফরম বিতরণ করবে বেলা ২টা ৪৫ মিনিটে। প্রশ্নপত্র বিতরণ করা হবে বেলা ৩টা ৩০ মিনিটে। পরীক্ষা সমাপ্ত হবে বেলা ৪টা ৩০ মিনিটে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর