১৭ মে, ২০২৩ ১৩:২১

শাবিপ্রবির ক্যান্সার শনাক্তকরণ ল্যাবে অগ্নিকাণ্ড

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

শাবিপ্রবির ক্যান্সার শনাক্তকরণ ল্যাবে অগ্নিকাণ্ড

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগের নিয়ন্ত্রণাধীন ক্যান্সার শনাক্তকরণ 'নন লিনিয়ার অপটিক্স' ল্যাবে মধ্যরাতে  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন 'এ' এর নিচতলায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, রাত ২টার দিকে হঠাৎ এ বিল্ডিংয়ে আগুন দেখি, বিষয়টি নিরাপত্তা কর্মীদের অবহিত করি। তারা জানালা ভেঙে অগ্নিনির্বাপক দিয়ে আগুন নেভায়। পরে ফয়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শাহ আলম বলেন, আমরা ইলেক্ট্রিশিয়ানদের সাথে কথা বলেছি, তারা ধারণা করছে রাতে ঝড় হওয়া বিদ্যুৎ আপ-ডাউন হয়েছে। ফলে ল্যাবে থাকা এসি কিংবা টিউব লাইট ব্লাস্ট হয়ে আগুন লেগেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তা অবহিত করেছি, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আশা করছি দ্রুতই ল্যাবের কাজ শুরু হবে। 

সিলেট জেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, ঘটনার বিষয়ে খবর পেয়ে আমরা তৎক্ষণাৎ চলে আসি। পরে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর