২৪ মে, ২০২৩ ২২:৩২

১৫০ শিক্ষার্থী পেল ভূমি সংক্রান্ত মৌলিক জ্ঞান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

১৫০ শিক্ষার্থী পেল ভূমি সংক্রান্ত মৌলিক জ্ঞান

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

রাজশাহীর পবায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মাঝে ভূমি সংক্রান্ত মৌলিক জ্ঞান প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৪ মে) নওহাটা সরকারি ডিগ্রি কলেজে আয়োজিত অনুষ্ঠানে সেশন পরিচালনা করেন পবা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অভিজিত সরকার। 

এসময় উপস্থিত ছিলেন, পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, নওহাটা সরকারি ডিগ্রি কলেজে (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ তৈয়ব আলীসহ শিক্ষকমন্ডলী ও ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, ১৫০ জন শিক্ষার্থীকে ভূমি রেকর্ড, জরিপ, নামজারি, দলিল, ভূমি উন্নয়ন কর, ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল উদ্যোগ সম্পর্কে অবহিত করা হয়। শেষে একটি কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ভূমির প্রাথমিক বিষয়গুলো শিক্ষার্থীর মাঝে জানানোর জন্য এ উদ্যোগ গ্রহণ করেন পবা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অভিজিত সরকার।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর