২৫ মে, ২০২৩ ১২:৫৪

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

অনলাইন ডেস্ক

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা গান, নাচ, আবৃত্তির মধ্য দিয়ে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (সিইউবিতে) উদযাপিত হয়েছে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ উৎসব।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক ড. মকবুল হোসেন। এতে সভাপতিত্ব করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক।

অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ও নজরুলের লেখা- আনন্দলোকে মঙ্গলালোকে, দূর দ্বীপবাসিনী চিনি তোমারে চিনি, আমার পরান যাহা চায়সহ ৫টি গান গেয়ে শোনান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি বিদ্রোহী ও অভিশাপ এই দুইটি কবিতাও আবৃত্তি করে তারা। 

সঙ্গীত পরিবেশনায় ছিল কৃতি শিক্ষার্থী তাউসিফ, যমুনা, সেজান, মুশবিক, মিউকি, আনান ও হিমেল। নৃত্যে ছিল ইসরাত এবং আবৃত্তিতে ছিল কেয়া আহমেদ। তাছাড়া অনুষ্ঠানটি শেষ হয় ড. মকবুল হোসেনের গলায় “সেদিন দুজনে দুলেছিনু” গানটি দিয়ে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর