১২ জুলাই, ২০২৩ ১৫:০৬

কুমেকে বিরল উদ্ভিদের চারা রোপণ

কুমিল্লা প্রতিনিধি:

কুমেকে বিরল উদ্ভিদের চারা রোপণ

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) ক্যাম্পাসে বিরল উদ্ভিদের চারা রোপণ করা হয়েছে। বুধবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ আবু নাঈমের উদ্যোগে এসব বৃক্ষ রোপণ করা হয়। ক্যাম্পাসে রোপণকৃত বৃক্ষের মধ্যে উল্ল্যেখযোগ্য ছিল-বাঁশপাতি, নীল, পারুল, পুত্রঞ্জীব, কনকচাঁপা, শিউলি, কুরুবক, কালো বাসক, রাম ধুতুরা, লতা জবা, অনন্ত লতা, দই গোটা, ভাদ্রা, সিম্বিডিয়াম, ফক্সটেল, পিয়ারাড্ডি এবং ফলজ গাছ (আম, আতা, কাঁঠাল, চালতা, লেবু, জাম, ডেউয়া, আনার, আমলকি ইত্যাদি)।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা কামাল আজাদ, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ  ইজাজুল হক, ডা. রায়হানা সুলতানা, ডা. নার্গিস আক্তার, ডা. তাসনিম ইসরাত, ডা. মালেকা পারভীন, ডা. নাসিমা পারভীনসহ, জেসমিন আক্তার, নাসিমা হাসনাসহ অন্যানরা।
 
কুমিল্লা গার্ডেনার্স সোসাইটির প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ আবু নাঈম জানান, কুমিল্লাকে সবুজে ভরে তোলা ও বিরল উদ্ভিদের সংরক্ষণ করা আমার অন্যতম লক্ষ্য। ইতোমধ্যে কুমিল্লার বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে বিলুপ্তপ্রায় উদ্ভিদের চারা রোপণ করেছি। এ কর্মসূচি অব্যাহত রাখতে চাই।

বিডি প্রতিদিন/এএম

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর