শিরোনাম
২৪ জুলাই, ২০২৩ ২১:৩০

মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবকদের ভূমিকা নিয়ে ঢাবিতে সেমিনার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবকদের ভূমিকা নিয়ে ঢাবিতে সেমিনার

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবকদের ভূমিকা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে 'দ্য এমারজেন্স অব ইন্টারন্যাশনাল মুভমেন্ট: হিউম্যানিটারিয়ান ভলান্টিয়ারিজম ইন ১৯৭১' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগ সেমিনারটি আয়োজন করে।

সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন উন্নয়ন উপদেষ্টা ও প্রতিবন্ধী বিষয়ক পরামর্শদাতা এবং মানবিক কর্মী জুলিয়ান ফ্রান্সিস। এতে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান।

আয়োজিত সেমিনারে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন মানবিক স্বেচ্ছাসেবকদের গুরুত্বপূর্ণ অবদানের উপর আলোচনা করা হয়। পরে এ বিষয়ে দুটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর