১ আগস্ট, ২০২৩ ২০:৪৬

বিএসএমএমইউতে বিদেশি শিক্ষার্থীদের জন্য পৃথক হল

অনলাইন ডেস্ক

বিএসএমএমইউতে বিদেশি শিক্ষার্থীদের জন্য পৃথক হল

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের জন্য রাজধানীর পরীবাগে আলাদা হল চালু করা হয়েছে। মঙ্গলবার শেখ জামাল ইন্টারন্যাশনাল ডক্টরস হল নামে ওই হলের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। 

এ সময় বিএসএমএমইউ উপাচার্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। 

হলের নামকরণ বিষয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র ছিলেন শেখ জামাল। তিনি একজন ক্যাপ্টেন ছিলেন। ছিলেন বীর মুক্তিযোদ্ধা। একইসঙ্গে একজন ভালো ক্রিকেটার। বেঁচে থাকলে দেশ ও জাতিকে তিনি আরও অনেক কিছুই দিতে পারতেন। বঙ্গবন্ধু ও বঙ্গমাতার সন্তান শহীদ শেখ জামাল এর নামে এই হলটি করতে পেরে আমরা গর্বিত।

উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, সহকারী প্রক্টর ডা. মো. ফারুক হোসেন, উপাচার্যেরএকান্ত সচিব-২, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী প্রমুখ।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর