শিরোনাম
২ আগস্ট, ২০২৩ ১৬:২১

সেশনজট নিরসনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে জরুরি সভা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

সেশনজট নিরসনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে জরুরি সভা

ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সেশনজট নিরসনে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় উপাচার্য কার্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠত হয়।

সভায় উপাচার্য বলেন, সেশনজট শিক্ষা কার্যক্রমকে বিঘ্নিত করে যা কোন ভাবেই কাঙ্খিত নয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সেশনজট নিরসনে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণের নির্দেশনাসহ ভবিষ্যতে কোন বিভাগের শিক্ষার্থীরা যাতে এ সমস্যার সম্মুখীন না হন সে লক্ষ্যে এখন থেকেই দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। নতুন করে একাডেমিক ক্যালেন্ডার প্রনয়ন করে ডিনদের মাধ্যমে সমন্বয়ের জন্য সব বিভাগের চেয়ারম্যানদের নির্দেশনা দেন উপাচার্য। দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরকে নির্দেশনা দেন এবং পরীক্ষার ফলাফল প্রকাশ যাতে বিঘ্নিত না হয় সেদিকে সজাগ দৃষ্টি দিতে বলেন তিনি। 

সভায় বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, সব বিভাগের বিভাগের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর