৪ আগস্ট, ২০২৩ ১৬:০৪

ঢাবিতে ‘ডেভেলপমেন্ট ইন প্র্যাকটিস’ কোর্স শুরু

অনলাইন ডেস্ক

ঢাবিতে ‘ডেভেলপমেন্ট ইন প্র্যাকটিস’ কোর্স শুরু

শুক্রবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কোর্স শুরু হয়

কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং দক্ষ জনশক্তি তৈরির উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী ‘ডেভেলপমেন্ট ইন প্র্যাকটিস’ কোর্স চালু হয়েছে। যৌথভাবে কোর্সটি চালু করেছে সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ। 

শুক্রবার সকালে বিভাগের মিলনাতয়নে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কোর্স শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. জিয়া রহমান। তিনি বলেন, কর্মক্ষেত্রে দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধিতে ‘ডেভেলপমেন্ট ইন প্র্যাকটিস’ কোর্সটি সহায়ক হবে। এর মাধ্যমে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের কো-অপারেশনে, উন্নয়ন অধ্যয়ন বিষয়ে আগ্রহী শিক্ষার্থীদের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক শিক্ষার সুযোগ তৈরি করবে। এ ধরনের কোর্স চালুর জন্য ফ্রেন্ডশিপ এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান ঢাবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. জিয়া রহমান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রুনা খান। সম্মানিত অতিথি হিসেবে আরও অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ লুক্সেমবার্গের চেয়ার এবং ফ্রেন্ডশিপ ইন্টারন্যাশনালের কো-চেয়ার মার্ক এলভিনগার।

সদ্য চালু হওয়া ‘ডেভেলপমেন্ট ইন প্র্যাকটিস কোর্স’ সম্পর্কে ধারণা দেন ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ইলিয়াস ইফতেখার রসূল। ‘ডেভেলপমেন্ট ইন প্র্যাকটিস’ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তাইয়েবুর রহমান। আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম, ফ্রেন্ডশিপ সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার নেয়ামাত উল্লাহ প্রমুখ।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর