২৫ আগস্ট, ২০২৩ ০২:৫৪

এআইইউবি ও কাঠমান্ডু ইউনিভার্সিটির মধ্যে ক্রীড়া বিষয়ক সমঝোতা স্মারক

প্রেস বিজ্ঞপ্তি

এআইইউবি ও কাঠমান্ডু ইউনিভার্সিটির মধ্যে ক্রীড়া বিষয়ক সমঝোতা স্মারক

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ও কাঠমান্ডু ইউনিভার্সিটি, নেপাল’র মধ্যে ক্রীড়া বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। গত ৬ আগস্ট মনজুর এইচ. খান, পরিচালক, অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স, এআইইউবি এবং কাঠমান্ডু ইউনিভার্সিটি, নেপালের ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. রাজেন্দ্র যোশী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন।

এতে ক্রীড়া বিষয়ক এমওইউ স্বাক্ষরের মধ্যে দিয়ে দু’দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হবে। এর মধ্যে দিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা তাদের নিজ নিজ অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ লাভ করবে। ক্রীড়া বিষয়ক তথ্য বিনিময়ের মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ে ক্রিয়া ক্ষেত্রে সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর