২ সেপ্টেম্বর, ২০২৩ ০১:২৮

জাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের ৪৮ ব্যাচের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ছাত্রীর নাম কাজী সামিতা আশকা ওরফে নেহা। তার গ্রামের বাড়ী সাতক্ষীরা জেলায়।

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকার ভাড়া বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি ভর্তির জন্য রেফার করে। 

মৃত সামিতার সহপাঠী নাফিস ইকবাল জানান, খবর পেয়ে আমরা কয়েকজন আমবাগানে সামিতার বাসায় যাই। পরে কক্ষের দরজা ভেঙে সামিতাকে রিকশায় করে জাবি মেডিকেলে নিয়ে যাই। মেডিকেল থেকে চিকিৎসকরা এনামে রেফার করে। এখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে।

জাবি চিকিৎসা কেন্দ্রের প্রধান কর্মকর্তা ডা. শামসুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রাত ৯ টার দিকে সামিতার সহপাঠীরা তাকে চিকিৎসা কেন্দ্রে আনে। তখন তার কোনও নিঃশ্বাস ছিলনা। সঙ্গে সঙ্গে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে তাকে মৃত ঘোষণা করে। আমার কাছে মনে হচ্ছে, মেডিকেলে আনার আগেই সে মারা গেছে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর