৪ সেপ্টেম্বর, ২০২৩ ১৯:২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘ডিন’স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপাচার্য

'জাতির পিতার নেতৃত্বের প্রেরণায় শিক্ষার্থীদের সৎ যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হতে হবে'

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

'জাতির পিতার নেতৃত্বের প্রেরণায় শিক্ষার্থীদের সৎ যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হতে হবে'
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধাদের ত্যাগের আদর্শ, জাতির পিতার নেতৃত্বের প্রেরণায় উৎসাহিত হয়ে শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিকে পরিণত হতে হবে। হতে হবে মনুষ্যত্বসম্পন্ন মানুষ। দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত করতে হলে শিক্ষার্থীদের প্রথাগত শিক্ষা অর্জনের পাশাপাশি সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে হবে। সততা ও নৈতিকতা সাথে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং কাজ করতে হবে দেশের কল্যাণে। 
 
সোমবার বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে বিশ্ববিদ্যালয়ের ‘ডিন’স অ্যাওয়ার্ড ২০২৩’ প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। 
 
শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়কে দেশ ও আন্তর্জাতিক পরিমন্ডলে পরিচিত করতে বিশ্ববিদ্যালয়ের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান উপাচার্য। 
 
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীন ২০১৮-১৯, ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক এবং ২০১৭-১৮, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর পর্যায়ে মোট ১০৭ জন মেধাবী শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড হিসেবে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেয়া হয়। 
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। 
 
কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের সভাপতিত্বে এবং গবেষণা ও সম্প্রসারণ অফিসের পরিচালক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইন অনুষদের ডিন সুপ্রভাত হালদার। এছাড়া জীববিজ্ঞান অনুষদের ডিন ড. সুব্রত কুমার দাস, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. আবদুল্লাহ আল মাসুদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন দিলআফরোজ খানম, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী অরিন্দম কর্মকার ও কোস্টাল স্ট্যাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের সোফিয়া খাতুন প্রমুখ বক্তব্য রাখেন। 
 
অনুষ্ঠানে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় প্রধান, পরিচালকবৃন্দ, শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ সহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 
 
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর