১২ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৪৬

নোবিপ্রবি উপাচার্যকে শিক্ষক সমিতির সংবর্ধনা

নোয়াখালী প্রতিনিধি

নোবিপ্রবি উপাচার্যকে শিক্ষক সমিতির সংবর্ধনা

নোবিপ্রবি উপাচার্যকে শিক্ষক সমিতির সংবর্ধনা

দ্বিতীয় মেয়াদে নিয়োগপ্রাপ্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলমকে সংবর্ধনা দিয়েছে নোবিপ্রবি শিক্ষক সমিতি। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ইদ্রিস অডিটোরিয়ামে অনুষ্ঠিত শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. বিপ্লব মল্লিক। সঞ্চালনায় ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান।

এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগ চেয়ারম্যান, হল প্রভোস্ট ও সহকারী প্রভোস্ট, প্রক্টর ও সহকারী প্রক্টরসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, আশা করছি, প্রথম মেয়াদের অভিজ্ঞতার আলোকে আরো সুচারু ও গতিশীল উপায়ে প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। এক্ষেত্রে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সকল অংশীজনদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর