২৯ সেপ্টেম্বর, ২০২৩ ২০:২৬

বেরোবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক রংপুর

বেরোবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের আয়োজনে ‘উপনিবেশ উত্তর ইতিহাস, ভাষা ও সাহিত্য শীর্ষক’ শীর্ষক দুদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. পবিত্র সরকার  শুক্রবার ক্যাফেটেরিয়ার দ্বিতীয়তলায় উদ্বোধন করেন।

প্রধান অতিথি ছিলেন বেরোবি’র  উপাচার্য ড. হাসিবুর রশীদ, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা। মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফখরুল আলম। স্বাগত বক্তৃতা করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আসিফ আল মতিন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। 

দুদিনের কনফারেন্সে মোট ৪২টি প্রবন্ধ উপস্থাপিত হবে। বাংলাদেশ ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ প্রবন্ধগুলো উপস্থাপন করছেন।

দুদিনের বিভিন্ন সেশনে আলোচক এবং সভাপতি হিসেবে উপস্থিত আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রাশিদ আশকারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  ইংরেজি বিভাগের অধ্যাপক মাসরুর সাহিদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক শায়খুল জিয়াদ মামুন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পরিমল চন্দ্র বর্মন, অধ্যাপক ড. শফিক আশরাফ,  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক রাহেল রাজিব। ভারতের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েরবাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাক আহমেদ, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাবলু বর্মন ও প্রভাষক কালিপদ বর্মন। 

প্রথম দিন মুখ্য আলোচনায় সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মাসরুর সাহিদ হোসেন। বাংলা ভাষা, সাহিত্য ও ইতিহাসের বিউপনিবেশয়ান’ শীর্ষক আলোচনা করেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার। এই সেশনে সভাপতিত্ব করেন বেগম রোকেয়া  বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নিত্য ঘোষ। ভারতের প্রেসিডিন্সি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোস্তাক আহমেদ ‘উত্তর ঔপরিবেশিক বাংলা গদ্য আখ্যান ও প্রবণতা’ শীর্ষক আলোচনা করেন। এতে সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়েল অধ্যাপক পরিমল চন্দ্র বর্মন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আজম ‘বাংলায় উচ্চশিক্ষার প্রধান প্রতিবন্ধকতা প্রসঙ্গে’ শীর্ষক আলোচনা করেন। এতে সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শফিক আশরাফ।

ইংরেজি, বাংলা এবং ইতিহাস বিভাগের ১৬টি প্রবন্ধ প্রথম দিনে উপস্থাপিত হয়। একাধিক কক্ষে এগুলো প্রবন্ধপাঠ করা হয়। বিভিন্ন পর্বে সভাপতিত্ব করেন বেগম রোকেয়া  বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য সরিফা সালোয়া ডিনা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসরুর সাহিদ হোসেন, রাজশাহী  বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সায়খুল ইসলাম মামুন জিয়াদ। আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আজম, জগন্নাথ  বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাহেল রাজিব, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক উর্বি মুখার্জি। প্রথমদিন রাত আটটায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ পর্বে লেখক গবেষক একুশে পদকপ্রপাপ্ত এসএম আব্রাহাম লিংকন বক্তৃতা করবেন।৩০ সেপ্টেম্বর শেষদিন বিকেল পাঁচটা পর্যন্ত কনফারেন্স চলবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর