১ নভেম্বর, ২০২৩ ২১:৫১

জাবিতে ছাত্রদলের কর্মীকে ছাত্রলীগের বেধড়ক মারধর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাবিতে ছাত্রদলের কর্মীকে ছাত্রলীগের বেধড়ক মারধর

ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের এক কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। ওই কর্মীর নাম মিজানুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ৪৪ ব্যাচের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। বর্তমানে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। বুধবার (০১ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। 

জাবি শাখা ছাত্রদল সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকা থেকে মিজানকে ক্যাম্পাসের ভেতরে জোরপূর্বক তুলে নিয়ে আসেন শাখা ছাত্রলীগের কয়েকজন কর্মী। এসময় শান্ত মাহবুব, শেখ রাজু, মাহিদ, আশেক মাহমুদ সোহান, জিসান আহমেদ রনিসহ প্রায় ৩০ জনের মত ছাত্রলীগের নেতাকর্মী তাকে বেধড়ক মারধর করে। অভিযুক্তদের সবাই শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের অনুসারী হিসেবে পরিচিত। 

মারধরের বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ছাত্রলীগ এখন জঙ্গি লীগে পরিণত হয়েছে, মসনদ হারানোর ভয়ে তারা ছাত্রদল নেতাকর্মীদের উপর নৃশংস হামলা চালাচ্ছে। বুধবার সন্ধ্যায় মিজানকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে ছাত্রলীগ। অচিরেই সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে এই হামলার জবাব দেয়া হবে।

এ বিষয়ে জাবি ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সকালে ছাত্রদলের একটা গ্রুপ বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে ক্যাম্পাসের সকল গেইটে তালা লাগিয়ে দেয়। পরে সন্ধ্যায় ছাত্রদলের মিজানকে ক্যাম্পাসে নাশকতা করতে দেখলে প্রতিহত করে। তাকে কোনও মারধর করা হয়নি। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর