৯ নভেম্বর, ২০২৩ ২৩:০০

কারাবন্দী বিএনপি নেতাদের মুক্তি চেয়ে সাদাদলের মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

কারাবন্দী বিএনপি নেতাদের মুক্তি চেয়ে সাদাদলের মানববন্ধন

অপরাজেয় বাংলার পাদদেশে সাদা দলের মানববন্ধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির গ্রেফতারকৃত সদস্যদের এবং সারা দেশে বিএনপির গ্রেফতারকৃত সদস্যদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। মানববন্ধনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনের দাবিও জানান তারা। 

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে সঞ্চালনা করেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক মহিউদ্দিন। 

মানববন্ধনে সাদাদলের সাবেক আহ্বায়ক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ২৮ অক্টোবরের ঘটনা সরকারের সাজানো, তারা নিজেরা গাড়ি পুড়িয়েছে। বর্তমান সরকার যে কোনো উপায়ে আন্দোলন নস্যাৎ করতে চায়। সারা দেশটাকে সরকার এখন কারাগারে পরিণত করেছে।

সমাবেশে উপস্থিত ছিলেন সাদা দলের যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ড. আক্তার হোসেন খান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম জাহিদ, আইন বিভাগের অধ্যাপক নকিব নসরুল্লাহ, রসায়ন বিভাগের অধ্যাপক ইমরান কাইয়ুম, সাদা দলের সাবেক সাধারণ সম্পাদক ড. মামুন আহমেদ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেসানী, অধ্যাপক ড. শফিকুর রহমান, অধ্যাপক ড. সিরাজুল হক প্রমুখ। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর