২৯ জানুয়ারি, ২০২৪ ২১:২১

জাবি শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামীপন্থিদের নিরঙ্কুশ জয়

জাবি প্রতিনিধি

জাবি শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামীপন্থিদের নিরঙ্কুশ জয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে আওয়ামী লীগ সমর্থিত ও উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম পন্থি প্রার্থীরা। এতে সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ ১৫টির পদের মধ্যে ১১টিতেই জয়লাভ করেছেন তারা। অন্যদিকে বিএনপিপন্থি ও আওয়ামী লীগ সমর্থিত একাংশের প্যানেল ‘শিক্ষক ঐক্য পরিষদ’ সভাপতি, সহ-সভাপতিসহ ৪টি পদে জয়লাভ করে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বাংলা বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ কাহালি। এর আগে, ওইদিন সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত।

আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ প্যানেলের পক্ষে- রসায়ন বিভাগের অধ্যাপক শাহেদ রানা (সম্পাদক), পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক মোস্তাফিজুর রহমান (যুগ্ম-সম্পাদক), কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এজহারুল ইসলাম (কোষাধ্যক্ষ) জয়ী হয়েছেন। 

এ প্যানেলে সদস্য পদে জয়ী হয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক আফসানা হক, ফার্মেসি বিভাগের কে. এম. খাইরুল আলম, পদার্থবিজ্ঞান বিভাগের জহিরুল ইসলাম খন্দকার, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ফাহমিদা আক্তার, লোকপ্রশাসন বিভাগের নুরুল আমিন, ভূগোল ও পরিবেশ বিভাগের রেজাউল রনি, প্রত্নতত্ত্ব বিভাগের সুফি মোস্তাফিজুর রহমান, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সুব্রত বনিক। 

অন্যদিকে শিক্ষক ঐক্য পরিষদের প্যানেলের জয়ী প্রার্থীরা হলেন- আইবিএ বিভাগের অধ্যাপক মোতাহার হোসেন (সভাপতি), প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ (সহ-সভাপতি), ইতিহাস বিভাগের খো. লুৎফুল এলাহী (সদস্য), আইবিএ বিভাগের অধ্যাপক আইরীন আখতার (সদস্য)। 

বিডি প্রতিদিন/আরাফাত 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর