৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০১:২১

জাবিতে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ঢাবিতে বিভিন্ন ছাত্র সংগঠনের মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জাবিতে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ঢাবিতে বিভিন্ন ছাত্র সংগঠনের মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবন্ধন করেছে বিভিন্ন ছাত্র সংগঠন।

আজ রবিবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসব মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা৷ 

মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা ধর্ষণের প্রতিবাদ ও উপযুক্ত শাস্তির দাবি তোলেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংহতি জানান।  

মানববন্ধনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আসাদ বিন রনি বলেন, গতকাল আমার বোনকে তারা গণধর্ষণ করেছে। কালকে যে আপনার বোন, আপনার মা এরকম নির্যাতনের শিকার হবে না এর কোনো নিশ্চয়তা আছে কি?’ 

নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার দাবি জানিয়ে সাবেক ছাত্রনেতা আবু হানিফ বলেন, ‘এ ধরনের ঘটনাগুলো আজকের বিশ্ববিদ্যালয়ের করুণ অবস্থার প্রতিচ্ছবি। প্রতিটি বিশ্ববিদ্যালয় এখন ছাত্রলীগে দখল করে আছে এবং সব ধরনের অন্যায়, অপকর্ম নির্দ্বিধায় চালিয়ে যাচ্ছে তারা।’ 
 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর