১৩ ফেব্রুয়ারি, ২০২৪ ১৭:৩৩

হাবিপ্রবিতে কৃষিবিদ দিবসে বর্ণাঢ্য র‌্যালি

দিনাজপুর প্রতিনিধি

হাবিপ্রবিতে কৃষিবিদ দিবসে বর্ণাঢ্য র‌্যালি

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ‌‘কৃষিবিদ দিবস’ পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে কৃষিবিদ শিক্ষক, কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন ভাইস-চ্যান্সেলর।

পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, ফিসারিজ অনুষদের ডিন প্রফেসর ড. ইমরান পারভেজ, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের দায়িত্বপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মো. খালেদ হোসেন ও উপ-পরিচালক কৃষিবিদ ফেরদৌস আলম।

বিডি প্রতিদিন/এমআই  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর